ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে জাল রেভিনিউ ও স্ট্যাম্পসহ দোকানি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
নড়াইলে জাল রেভিনিউ ও স্ট্যাম্পসহ দোকানি আটক

নড়াইল: নড়াইল সদর উপজেলা পরিষদ এলাকার ফটোস্ট্যাট দোকান থেকে জাল রেভিনিউ (রাজস্ব) ও স্ট্যাম্পসহ বাবলু রহমান (৫১) নামে এক দোকানিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। বাবলু শহরের মহিষখোলার বদর মণ্ডলের ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোকাদ্দেস হোসেন বাংলানিউজকে জানান, তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক বাবলুর দোকান থেকে ১০ টাকা মূল্যের ৪৬৪ পিস, পাঁচ টাকার ১৭৭ পিস ও ৫০ পয়সার ৩০০ পিস জাল রেভিনিউ (রাজস্ব) এবং দুই টাকার ১৩৪ পিস স্ট্যাম্প উদ্ধার করা হয়। বাবলু দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প ও রেভিনিউ (রাজস্ব) বিক্রি করছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।