ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় বরিশালে প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় বরিশালে প্রতিবাদ

বরিশাল: বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় বরিশালে প্রতিবাদ সভা করেছে বরিশাল হেড মাস্টার ফোরাম।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর এ কে স্কুলে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় হেড মাস্টার ফোরাম অব বরিশাল সভাপতি তুষার কান্তি চৌধুরী সভাপতিত্ব করেন।  

সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি এইচ এম জসিম উদ্দিন, সহ-সভাপতি মো. নুরুল আমিন পারভেজ, সম্পাদক মো. শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. ইব্রাহীম খান, যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার সমদ্দার প্রমুখ।

বক্তারা বলেন, বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য পদে সহকারী প্রধান শিক্ষক ও একজন অফিস সহকারী পদে লোক নিয়োগকে কেন্দ্র করে প্রধান শিক্ষক এস এম মহিউদ্দিন ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুস সোবহান লিটনের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।  

শনিবার বিদ্যালয়ে বৈঠকের এক পর্যায়ে সভাপতি আবদুস সোবহান প্রধান শিক্ষককে ছুরিকাঘাত করে স্কুলের পাঠাগারে আটকে রাখেন। পরে শিক্ষক ও স্থানীরা তাকে উদ্ধার করেন।

সভায় বক্তারা বিভাগীয় প্রশাসনের কাছে বিদ্যালয়ের সভাপতি আবদুস সোবহান লিটনকে অভিলম্বে গ্রেফতার ও সভাপতি পদ থেকে বহিষ্কারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।