ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. শাহিন মৃধা (২২) নামে এক ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। শাহিন উপজেলার চরাখালী গ্রামের মো. আবদুল বারেক মৃধার ছেলে বলে জানা গেছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে শাহিন ইজিবাইক চালিয়ে যাওয়া সময় নিয়ন্ত্রণ হারায়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা,, ডিসেম্বর ০৫, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।