ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে স্যানিটারি ন্যাপকিন ও সেলাই মেশিন বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
লালপুরে স্যানিটারি ন্যাপকিন ও সেলাই মেশিন বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় গবাদি পশু, হাঁস-মুরগি, স্যানিটারি ন্যাপকিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক শাহিনা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। ২০১৭-১৮ অর্থ বছরের এডিপির অর্থায়নে লালপুর উপজেলা পরিষদ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ১০জন ভিক্ষুককে পুনর্বাসনে গবাদি পশু, হাঁস-মুরগি ও অর্থ এবং স্বাস্থ্য সচেতনতায় ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়া আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৫জন গরীব ও দুস্থ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, চংধুপইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আল বেলাল, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান, কলেজ অধ্যক্ষ রাকিবুল ইসলাম প্রমুখ।

পরে জেলা প্রশাসক লালপুর উপজেলা ভূমি অফিস রেকর্ড রুমের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।