ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১৫৫ যাত্রীকে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১৫৫ যাত্রীকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১৫৫ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ সমপরিমান ভাড়া আদায় করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী বাইপাস হয়ে রাজশাহীগামী ৭৫৩ নং আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্টেনে এ অভিযান চালানো হয়।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট চেকিং দল বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন পর্যন্ত সিল্কসিটি এক্সপ্রেসে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৫৫ যাত্রীর কাছ থেকে ৫০ হাজার ৭০০ টাকা আদায় করা হয়। এর মধ্যে ৩২ হাজার ৩০০ টাকা টিকিটের মূল্য ও ১৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর শামিমুর রহমান, শাহিনুর রহমান শাহিন, টিকিট পরিদর্শক একরামুল হক মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।