ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গোড়কমন্ডল সীমা‌ন্তে বিজিবি-বিএসএফ যৌথ ভূমি জরিপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
গোড়কমন্ডল সীমা‌ন্তে বিজিবি-বিএসএফ যৌথ ভূমি জরিপ

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলার গোড়কমন্ডল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) উপস্থিতিতে সীমান্ত ভূমি জরিপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ ডি‌সেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোরকমন্ডল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯২৯ এর ৯ এস হতে ৯৩০ নম্বর পিলার পর্যন্ত এ ভূমি জরিপ অনুষ্ঠিত হয়।
 
বিজিবি সূত্র জানায়, সীমান্ত ভূমি জরিপে ভারত-বাংলা‌দে‌শের ভূমির সঠিক সীমানা নির্ধারণ করা হয়েছে।

 

জ‌রিপকা‌লে ভারতের পক্ষে ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক শ্রী ইয়াদপ চন্দ্র, কোলকাতা চার্জ কর্মকর্তা সুরঞ্জিত চন্দ্রসহ প্রতিনিধি দল এবং বাংলাদেশের পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই আলম, সহকারী জরিপ অফিসার পারভেজ মিয়াসহ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।