ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ইটভাটার মাটিবোঝাই ট্রাক চলাচলে বাধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
মানিকগঞ্জে ইটভাটার মাটিবোঝাই ট্রাক চলাচলে বাধা সড়কে ট্রাক চলাচলে বাধা। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের কাটিগ্রাম বাজার এলাকায় ইটভাটার মাটিবোঝাই ট্রাক চলাচলে বাধা দিয়েছে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা।

সম্প্রতি ওই এলাকায় ট্রাক চলাচলে পৃথক দুইটি দুর্ঘটনা ঘটে। তাই রাত আট টার আগে ওই আঞ্চলিক সড়কে ট্রাক চলাচল স্থায়ীভাবে বন্ধ রাখার জন্যে রাস্তায় গাছ ফেলে রাখে স্থানীয়রা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এদিকে স্থানীয়ভাবে সমঝোতার ভিত্তিতে রাত আটটা থেকে ওই এলাকায় ট্রাক চলাচল শুরু করে।

কাটিগ্রাম বাজার এলাকার বাসিন্দা জিন্নাতুল ইসলাম জিন্নাহ বাংলানিউজকে জানান, গত ৩ অক্টোবর ওই এলাকার নয়াডিঙ্গি সড়কের তালতলা এলাকায় মাটিবোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে তা দুমড়ে- মুচড়ে যায় এবং চালক করিম মিয়া গুরুতর আহত হন।

তিনি আরও জানান, গত ৪ অক্টোবর ওই এলাকায় সামাদ মিয়া (৬৫) নামে এক পথচারী মাটিবোঝাই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে হস্তান্তর করেন।  

কাটিগ্রাম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নূরল হক প্রামাণিক জানান, সন্ধ্যার পরে ওই এলাকায় স্থানীয় লোকজন বেশি চলাফেরা করে। এ সময় ইটভাটার মাটিবোঝাই বেশ কয়েকটি ট্রাক চালাচল করার কারণে প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এতে স্থানীয়রা আলোচনা করে সিদ্ধান্ত নেয় রাত আটটার পর থেকে এ সড়কে ট্রাক চলাচল করবে।

মাটি ব্যবসায়ী লিটন মিয়া জানান, কাটিগ্রাম থেকে নয়াডিঙ্গি ও কৈট্টা এলাকার দুইটি ইটভাটায় তিনি চুক্তি ভিত্তিকভাবে মাটি বিক্রি করেন। সন্ধ্যা থেকে ওই সড়কে তার মাটিবোঝাই ট্রাক চলাচল করতো। এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিকভাবে সহায়তা করা হয়েছে। এছাড়াও ওই এলাকায় আরও বেশ কয়েকজন মাটি ব্যবসায়ী রয়েছে।

জনসাধারণের স্বার্থে রাত ৮টা পর থেকে ওই সড়কে তার ট্রাক গুলো চলাচল করবে বলেও জানান লিটন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বাংলানিউজকে জানান, এ বিষয়ে কেউ লিখিতভাবে কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।