ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

৬ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় মেহেরপুর 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
৬ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় মেহেরপুর  মেহেরপুর বিজয় স্মৃতি স্তম্ভ

মেহেরপুর:  মেহেরপুর মুক্ত দিবস ৬ ডিসেম্বর।  ১৯৭১ সালের ১ ডিসেম্বর সকাল থেকেই মেহেরপুর হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। ২ ডিসেম্বর জেলার গাংনী উপজেলা হানাদার মুক্ত হলে ভারতের শিকারপুরে অবস্থিত মুক্তিবাহিনীর অ্যাকশন ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক এলাহী চৌধুরী চুয়াডাঙ্গা জেলার হাটবোয়ালিয়া গ্রামে এসে মুক্তিবাহিনীর ঘাটি স্থাপন করে।

মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী সম্মিলিতভাবে ৫ ডিসেম্বর মেহেরপুরে প্রবেশ করে। ১ ডিসেম্বর মেহেরপুর মুক্ত হলেও সীমান্তে  পাকবাহিনীর পুঁতে রাখা অসংখ্য মাইন অপসারণের মধ্য দিয়ে মেহেরপুর পুরোপুরিভাবে হানাদার মুক্ত হয় ৬ ডিসেম্বর।

মুক্তিযুদ্ধের সূতিকাগার মেহেরপুর জেলার মুজিবনগরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধরে রাখতে গড়ে উঠেছে মুজিবনগর কমপ্লেক্স। যেখানে গেলে ভেসে উঠে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। তারপরেও মুক্তিযুদ্ধের ৪০ বছর পরেও এখনো এলাকায় অবহেলিত হয়ে পড়ে আছে অনেক গণকবর যা সংস্কার হয়নি। এর মধ্যে মেহেরপুর কোর্ট প্রাঙ্গণের একটি গণকবর।  

১৯৭১ সালে পাকবাহিনীদের হাতে নিহত ২২ জন নারী পুরুষকে এখানে কবর দেওয়া আছে। যার স্মৃতিচিহৃ নষ্ট হয়ে যাচ্ছে। তবে এগুলোর সংস্কার জেলার মুক্তিযোদ্ধারা দেখে যেতে না পারলেও তারা যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে চাই।  

বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।