ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে ১২ বিদেশির ড্রোন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
সুন্দরবনে ১২ বিদেশির ড্রোন জব্দ

বাগেরহাট: সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকায় বিদেশি নাগরিকদের কাছ থেকে একটি ড্রোন জব্দ করেছে বন বিভাগ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তারা ড্রোনটি জব্দ করেন।

পরে রাত ১১টায় পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বাংলার বন টুরিস্ট কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠান ৪ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ১২ জন বিদেশি নাগরিকের সুন্দরবন ভ্রমণের অনুমতি নেয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে চাদপাই রেঞ্জ অফিস এলাকা দিয়ে তারা সুন্দরবনের বিভিন্ন এলাকা ভ্রমণে যান। এসময় তারা আলোরকোল এলাকায় ড্রোন উড্ডয়ন করেন। তাদের উড্ডয়নের অনুমতি না থাকায় বন বিভাগ তাদের কাছ থেকে ড্রোনটি জব্দ করেছে।

তিনি আরো জানান, বুধবার (৬ ডিসেম্বর) বিকেলের মধ্যে বাগেরহাট পূর্ব বন বিভাগ কার্যালয়ে ড্রোনটি হস্তান্তর করা হবে। তবে তাদের পাসপোর্ট জব্দ করা হয়নি। ট্যুর কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
টিএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।