ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সারাবাংলার পরীক্ষামূলক প্রকাশ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
সারাবাংলার পরীক্ষামূলক প্রকাশ শুরু সারাবাংলা ওয়েবসাইটের স্ক্রিন শট।

ঢাকা: সারাবাংলাডটনেট নামে নতুন এক অনলাইন নিউজ পোর্টাল পরীক্ষামূলক প্রকাশ (সম্প্রচার) শুরু করেছে। বুধবার (৬ ডিসেম্বর) ‘সারাবাংলা সারাক্ষণ’ স্লোগান নিয়ে বাংলা ভাষার এই অনলাইন পোর্টালের যাত্রা শুরু হয়।

আত্মপ্রকাশের উদ্দেশ্য বর্ণনা করে পোর্টালটিতে বলা হয়েছে, বাংলাদেশ ভিত্তিক এই পোর্টাল খবর, মতামত ও বিনোদনের মালটিমিডিয়া প্লাটফর্ম হিসেবে কাজ করবে।

গাজী গ্রুপের মালিকানাধীন সদ্য যাত্রা শুরু করা এই পোর্টালের নির্বাহী সম্পাদক হিসেবে সার্বিক কর্মকাণ্ড পরিচালনা ও তত্ত্বাবধান করছেন মাহমুদ মেনন।

পোর্টালটিতে সম্পাদক নিয়োগের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।