ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান বাচ্চুর স্ত্রী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান বাচ্চুর স্ত্রী খুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁ শহরের পোস্ট অফিস মহল্লায় রানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মশিউর আলম বাচ্চু চৌধুরীর স্ত্রী মিনি চৌধুরীকে (৫৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, স্বামী মারা যাওয়ার পর মিনি চৌধুরী তার বাসায় একাই বসবাস করতেন।

বুধবার সকালে পাশের বাসার কয়েকজন প্রতিবেশী ব্যক্তিগত কাজে মিনির বাসার দোতলায় যান। এ সময় তারা মিনির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের পাশে একটি রক্তমাখা ছুরি ও এক জোড়া জুতা পাওয়া যায়।

তিনি আরো জানান, ওই বাড়িতে কিছুদিন ধরে কয়েকজন রাজমিস্ত্রি ও একজন গৃহকর্মী কাজ করছিলেন। ঘটনার পর তাদের কাউকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।