ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহ হানাদার মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
ঝিনাইদহ হানাদার মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা ঝিনাইদহ হানাদার মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ ডিসেম্বর) সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট এসব কর্মসূচির আয়োজন করে।

এরপর পায়রা চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা কমান্ডার ও জেলা প্রশাসক জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা আমির হোসেন মালিতা, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার সিদ্দিক আহম্মেদ, শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মনোয়ার হোসেন মালিতা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।