ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করায় পল্লী চিকিৎসক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করায় পল্লী চিকিৎসক গ্রেফতার পুলিশের হাতে আটক লুৎফর রহমান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে বরিশালের বানারীপাড়ায় লুৎফর রহমান (৪০) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৬ ডিসেম্বর) সকালে বাংলানিউজকে বিষয়‌টি নি‌শ্চিত করেছেন উ‌জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. সাজ্জাদ হো‌সেন।

সাজ্জাদ হো‌সেন জানান, মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ফেসবুকে আত্মঘাতী নামের একটি আইডিতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে পোস্ট দেওয়ার অভিযোগে বানারীপাড়ার ইলুহার ইউনিয়ন থেকে এক পল্লী চিকিৎসককে আটক করে এলাকাবাসী।

এসময় ইলুহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল ইসলামের সহযোগিতায় তাকে পুলিশের হাতে সোর্পাদ করা হয়। এ ঘটনায় ইলুহার ইউ‌নিয়‌ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক র‌ফিকুল ইসলাম বাদী হ‌য়ে তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি আই‌নে একটি মামলা দা‌য়ের ক‌রেন।

বুধবার এ মামলায় লুৎফর রহমান‌কে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদাল‌তের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাইসাঙ্গা গ্রামের বাসিন্দা হলেও বানারীপাড়ার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। পেশায় তিনি একজন পল্লী চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।