ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ক্রিকেট ব্যাট হাতে প্রধানমন্ত্রী!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
ক্রিকেট ব্যাট হাতে প্রধানমন্ত্রী! ব্যাট হাতে ভার্চুয়াল রিয়েলিটি ক্রিকেট খেলছেন প্রধানমন্ত্রী

ঢাকা: ক্রিকেট ব্যাট হাতে নিয়ে ব্যাটিং নেমেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সত্যিকারের ব্যাট হাতে থাকলেও এ খেলা বাস্তবের ক্রিকেট খেলা নয়, এটি ভার্চুয়াল রিয়েলিটি ক্রিকেট (Virtual Reality Cricket games)।

বুধবার (০৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ এর উদ্বোধন শেষে তথ্যপ্রযুক্তির এ প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তথ্য প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন।



এরই একটা পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি গেমসের স্টলে যান। সেখানে তিনি Virtual Reality Cricket খেলেন। ক্রিকেট ব্যাট হাতে নিয়ে কয়েকটি বল মোকাবেলা করতে দেখা যায় তাকে।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে অন্যান্যের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস ( বেসিস ) সভাপতি মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ উদ্বোধন মঞ্চে এবারের আকর্ষণ বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়া রোবট নারী সোফিয়ার সঙ্গে কথা বলেন।

**প্রধানমন্ত্রীর সঙ্গে রোবট সোফিয়ার কথোপকথন
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।