ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে তথ্য মেলায় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
মধুপুরে তথ্য মেলায় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে দুই দিনব্যাপী তথ্য মেলায় শিশু চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদের মধুপুর অডিটরিয়াম প্রাঙ্গণে দুই দিনের তথ্য মেলার শেষ দিনে এ কর্মসূচি পালিত হয়।

মধুপুর উপজেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে এ তথ্য মেলার আয়োজন করা হয়।

 

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসকে কেন্দ্র করে আয়োজিত তথ্য মেলার চিত্রাংকন প্রতিযোগিতায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

‘দুর্নীতি বিজয়ের চেতনার পরিপন্থী’,‘মুক্তিযুদ্ধ ও বিজয়’ শিরোনামে চিত্রাংকন প্রতিযোগিতা চলাকালীন সনাক সদস্য, টিআইবি কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।