ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ওয়ার্কশপ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ওয়ার্কশপ  প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে দুই দিনব্যাপী ওয়ার্কশপ উদ্বোধনে অতিথিরা। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) দুই দিনব্যাপী বার্ষিক রির্সাচ রিভিউ ওয়ার্কশপ ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে সাভারে বিএলআরআইয়ের হলরুমে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ওয়ার্কশপ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেন, প্রাণিসম্পদ গবেষণা আরও বাড়াতে হবে।

এতে পশু সম্পদের উন্নয়ন হবে এবং দেশে পুষ্টির চাহিদা পূরণের সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে।

দুই দিনব্যাপী এ ওয়ার্কশপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রায় ২৫০ জন প্রতিনিধি এতে  অংশ নেয়।

বিএলআরআইয়ের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মীর শওকাত আলী বাদশা, এইচ এম ইব্রাহীম ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ভাগ্য রানী বনিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।