ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ১২ নারী কর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
রাজশাহীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ১২ নারী কর্মী আটক

রাজশাহী: রাজশাহীতে গোপন বৈঠক করার সময় জিহাদি বইপত্রসহ জামায়াতের ১২ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার বেলঘরিয়া এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।  

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, বেলঘরিয়া এলাকার মীর হোসেনের বাড়িতে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমির গোলাম আজম ও নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ একাধিক জিহাদি বইপত্র ও লিফলেট জব্দ করা হয়।

আটকরা পুলিশকে জানিয়েছেন, গোপন বৈঠক নয়, সেখানে ধর্মীয় আলোচনা করছিলেন তারা। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।