ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিসিএস প্রিলিমিনারি: ময়মনসিংহে পরীক্ষার্থী সাড়ে ২২হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
বিসিএস প্রিলিমিনারি: ময়মনসিংহে পরীক্ষার্থী সাড়ে ২২হাজার ময়মনসিংহে প্রথমবারের মতো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে মতবিনিময় সভায় অতিথিরা। ছবি: অনিক খান 

ময়মনসিংহ: ময়মনসিংহ অঞ্চলে প্রথমবারের মতো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসছে ২৯ ডিসেম্বর (শুক্রবার) শহরের ১৯টি কেন্দ্রে এ পরীক্ষায় মোট ২২ হাজার ৬৬৫ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন

ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের সব কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হবে। বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

 

সভায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য শাহজাহান আলী মোল্লা বলেন, প্রথমবারের মতো এখানে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে। এ লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি চলছে।  

সভায় অন্যদের মধ্যে পিএসসি সচিবালয়ের সচিব আকতারী মমতাজ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি উপস্থিত ছিলেন।  

এ মতবিনিময় সভা ও সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।  

সভায় গোয়েন্দা নজরদারিসহ পরীক্ষার হলসমূহের নিরাপত্তা ব্যবস্থা ও প্রার্থীদের অসদুপায় অবলম্বন বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭ 
এমএএএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।