ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর নর্দায় রিকশা গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
রাজধানীর নর্দায় রিকশা গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর ভাটারা থানার প্রগতি স্মরণীর নর্দা এলাকায় রিকশা গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বাংলানিউজকে জানান, নর্দার একটি রিকশা গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন ধরে যায়। তবে বিস্ফোরণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এর আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এসজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।