ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশু‌লিয়ায় বা‌সের ধাক্কায় দম্পতি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
আশু‌লিয়ায় বা‌সের ধাক্কায় দম্পতি নিহত ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

আশু‌লিয়া, সাভার: আশু‌লিয়ার জামগড়া এলাকায় যাত্রীবাহী বা‌সের ধাক্কায় এক দম্প‌তি নিহত হ‌য়ে‌ছেন। বুধবার (৬ ডিসেম্বর) রাত সা‌ড়ে ১০টার দি‌কে বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়‌কের জামগড়া চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- সোলাইমান ও তার স্ত্রী নুরজাহান। তারা দুজ‌নেই এক‌টি পোশাক কারখানায় কাজ ক‌রতেন।

ত‌বে প্রাথ‌মিকভা‌বে তাদের বিস্তা‌রিত প‌রিচয় পাওয়া যায়‌নি।

আশু‌লিয়া থানার উপ প‌রিদর্শক (এসআই) ফরহাদ হো‌সেন ছোটন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বাংলানিউজকে জানান, রা‌তে কারখানা ছু‌টির পর দুজ‌নে রিকশায় করে বাসায় ফির‌ছি‌লেন। তারা জামগড়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে যাত্রীবা‌হী একটি বাস তা‌দের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই সোলাইমানের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় স্ত্রী নুরজাহান‌কে উদ্ধার ক‌রে স্থানীয় নারী ও শিশু কে‌ন্দ্রে নি‌য়ে যাওয়া হ‌লে সেখানে দায়িত্বরত‌ চি‌কিৎসক তাকেও মৃত ঘোষণা ক‌রেন।

পু‌লিশ মরদেহ দু‌টি উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ঢাকা মেডি‌কেল ক‌লেজ হাসপাতা‌ল মর্গে পাঠা‌নোর প্রস্তুতি নিচ্ছে। বাসটি আটক করা হ‌লেও চালক পা‌লি‌য়ে যায়।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।