ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে চিকিৎসকের বাসায় ডাকাতি, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
সৈয়দপুরে চিকিৎসকের বাসায় ডাকাতি, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের বাঙালিপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ডা. শাহ মতিয়ার রহমানের বাড়িতে ডাকাতি হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) ভোররাতে ৬-৭ জনের একটি ডাকাত দল এ ঘটনা ঘটায়। এসময় তারা নগদ ৫ লাখ টাকা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২০ ভরি স্বর্ণসহ মালামাল নিয়ে যায়।

জানা গেছে, ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডা. মতিয়ার রহমানের বাসার নিচতলার ভাড়াটিয়া ফুয়াদের বাসায় প্রথমে প্রবেশ করে। এখান থেকে ফুয়াদকে নিয়ে ডাকাত দল উপর তলায় ডা. মতিয়ারের বাসায় যায়। পরে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে চিকিৎসকের কাছ থেকে চাবি নিয়ে নগদ ৫ লাখ টাকা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি আইফোন, ২০ ভরি স্বর্ণসহ মালামাল নিয়ে যায়। এসময় ডাকাত দল চিকিৎসকের স্ত্রী মিসেস শামীম আরা (৪৭), কন্যা মেডিকেল কলেজছাত্রী রুবাইয়াত রহমান (২২) ও নাতনি নাওয়ারকে (৯) বেঁধে মারধর করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে ওই বাসার নিচতলার ভাড়াটিয়া ফুয়াদকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।