ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে গাঁজাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
নাগেশ্বরীতে গাঁজাসহ যুবক আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দেড় কেজি গাঁজাসহ রশিদুল ইসলাম (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পৌর এলাকার আশার মোড় থেকে তাকে আটক করা হয়। রশিদুল ওই এলাকার ফকিরটারী গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকার কবিরের ভিটা আশার মাড়ে একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় অটোরিকশা যাত্রী রশিদুলের শরীর তল্লাশি করে পেট ও কোমরে প্লাস্টিক দিয়ে অভিনব কায়দায় বাঁধা অবস্থায় দেড় কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
 
নাগেশ্বরী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারায় মামলা দিয়ে আটক রশিদুলকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।