ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
চৌদ্দগ্রামে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মাদক সেবনের দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের ইউসুফ মোল্লার ছেলে তপন মোল্লা, দাউদকান্দির গৌরিপুরের চেন্নাই গ্রামের জিব্রাইলের ছেলে আবদুল হালিম, চৌদ্দগ্রামের কাশিনগরের অলিপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে রফিক, আবদুল মান্নানের ছেলে দুলাল ও নাঙ্গলকোটের গান্দাছি গ্রামের ইসরাফিলের ছেলে আতিক।

চৌদ্দগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বাংলানিউজকে জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে আতিককে ৬ মাসের কারাদণ্ড ও অন্যদের ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।