ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ামতপুরে তিনটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
নিয়ামতপুরে তিনটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ নিয়ামতপুরে তিনটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলার তিনটি গ্রামে ১৬৩ জন গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর ) দুপুরে উপজেলার মাদারীপুর গ্রাম কমিটির সভাপতি বান্ডু রবিদাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি।  

এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ২০১৮ সালের মে মাসের মধ্যে নিয়ামতপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে।

প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।