ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিশু ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
শিশু ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় রেস্টুরেন্টের মালিক কর্তৃক কর্মচারীর ৯ বছরের শিশু কন্যা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রেস্টুরেন্ট মালিক ধর্ষক আল আমিন শরীফকে (৩২) গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ফতুল্লার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

এর আগে দুপুরের দিকে ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেফতার আল আমিন শরীফ পটুয়াখালীর দশমিনা থানার চানপুরা এলাকার আব্দুল মোতালেব শরীফের ছেলে। তিনি স্ব-পরিবারে ফতুল্লার মাহমুদপুর এলাকাস্থ তাইজুদ্দিন মার্কেট সংলগ্ন জামাল-কামালের বাড়ির ভাড়ায় থাকেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, সকালে শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত করে দুপুরে মামলা দায়ের করা হয়। পরে বিকেলের দিকে উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল আল আমিন শরীফকে গ্রেফতার করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।