ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
বাগাতিপাড়ায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে আহত ৪

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিহারকোল-মালঞ্চি সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন- ভ্যানচালক কাকফো গ্রামের হাকিমের ছেলে মতিন (৩৫), মোটরসাইকেল চালক গালিমপুর গ্রামের আমজাদের ছেলে লিখন (২০), আরোহী পারকুঠি গ্রামের দুলালের ছেলে রবিউল (১৫) ও একই গ্রামের রহিম সরদারের ছেলে তন্ময় আহম্মেদ (১২)।

বাগাতিপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মকছেদুর রহমান বাংলানিউজকে জানান, দুপুর বিহারকোল-মালঞ্চি সড়কে একটি ভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন।

আহতদের মধ্যে লিখন ও মতিনকে নাটোর আধুনিক সদর হাসপাতাল এবং অপর দুইজনকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।