ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি, জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি, জিডি

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে চিরকুট দিয়ে হত্যার হুমকির ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার একান্ত সচিব কবির আহমেদ এ জিডি করেন।

জিডি সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে অ্যাটর্নি জেনারেল দফতর বরাবর তিন পৃষ্ঠার একটি চিঠি আসে।

সঙ্গে ছোট একটা চিরকুটও থাকে। তাতে লেখা রয়েছে, ‘আপনার সময় ঘনিয়ে এসেছে। এখন তৈরি থাকুন জাহান্নামের জন্য’।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবুল হাসান বাংলানিউজকে জানান, এই চিঠির পরিপ্রেক্ষিতে রাত ৯টার দিকে অ্যাটর্নি জেনারেলের একান্ত সচিব কবির আহমেদ একটি জিডি করেছেন। আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

এর আগেও অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ২০১৩ সালের ২২ অক্টোবর, ২০১৫ সালের ৯ আগস্ট এবং ২০১৬ সালেল ৩০ মে হত্যার হুমকি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।