ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আফতাব নগরে ২ যুবক গুলিবিদ্ধ, ঢামেকে মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
আফতাব নগরে ২ যুবক গুলিবিদ্ধ, ঢামেকে মৃত্যু

ঢাকা: রাজধানীর বাড্ডা থানাধীন আফতাব নগর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের বাংলানিউজকে জানান, বাড্ডা থানাধীন আফতাব নগর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় দুই যুবক পড়ে ছিলো।

পরে গুলিবিদ্ধ ও মুমূর্ষু অবস্থা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে আসলে ভোর সাড়ে ৬টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।