ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ২৬টি সোনার বারসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
বেনাপোলে ২৬টি সোনার বারসহ আটক ২ ভারতে পাচারের সময় ২৬টি সোনার বারসহ আটক ২

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ২৬টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (৮ডিসেম্বর) সকাল ১০টার দিকে সীমান্তের ছোট আচড়া মোড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন- বেনাপোলের পুটখালী গ্রামের রেজাউল হোসেনের ছেলে বিল্লাল (৩০) ও আলী হোসেনের ছেলে ইমরান (৩২)।

বিজিবি সূত্র জানায়, গোপন খবর ভিত্তিতে বেনাপোল সীমান্তের ছোট আচড়া নামক স্থানে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে দু’জনের কাছ থেকে মোট ৪ কেজি ২৮০ গ্রাম ওজনের ২৬টি সোনার বার জব্দ করা হয়।  

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, চোরাচালানীদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এজেডএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।