ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
মৌলভীবাজারে ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্স ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্সে বক্তব্য রাখছেন আবুল মাল আব্দুল মুহিত

মৌলভীবাজার: বাংলাদেশে প্রজনন স্বাস্থ্য খাতের পেশাদারী সংস্থা অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ওজিএসবি'র আয়োজনে ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।

"comprehensive adolescent care - our priority " অর্থাৎ 'ব্যাপক কিশোরী যত্ন-আমাদের অগ্রাধিকার' এ প্রতিপাদ্য নিয়ে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী এ কনফারেন্স শুরু হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান রিসোর্ট অ্যান্ড গলফ এর রাশনী মহলে মূল কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার এ কনফারেন্সের উদ্বোধন হয়, যা শনিবার (৯ ডিসেম্বর) পর্যন্ত চলবে।

ওজিএসবির সভাপতি প্রফেসর লাইলা আরজুমান্দ বানুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওজিএসবি সেক্রেটারি প্রফেসর ফিরোজা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি, জাতিসংঘের সাবেক অ্যাম্বাসেডর ড. একে আব্দুল মোমেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল মুর্শেদ আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, থাইল্যান্ড ও যুক্তরাজ্য থেকে ৩৫ জন চিকিৎসকসহ ২ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।