ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ইবির পুনঃভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ২ জনের কারাদণ্ড

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
ইবির পুনঃভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ২ জনের কারাদণ্ড

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (০৮ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নাটোর জেলার ঝিউপাড়া উপজেলার ফেরদাউস হাসান জয়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও যশোর জেলার বাঘারপাড়া গ্রামের পুকুরিয়া গ্রামের সাব্বির রহমান। তিনি যশোর এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

জানা যায়, প্রশ্নপত্রে অসংঙ্গতির কারণে বাতিল ও স্থগিত করা মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা শুক্রবার দুই শিফটে অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম শিফটে ব্যবসা প্রশাসন ভবনের দায়িত্বরত সহকারী প্রক্টর এমএম নাসিমুজ্জামান ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান সন্দেহজনকভাবে তাদের বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে পাঠায়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।  

পরে কুষ্টিয়া জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল তাদের ‍দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।