ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাব্বির (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাব্বিরের বন্ধু আবদুল্লাহ।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত আবদুল্লাহ জানান, তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার বাসিন্দা।

ব্যক্তিগত কাজ শেষে মোটর সাইকেলে করে দু’জনে যাত্রাবাড়ী থেকে ফিরছিলেন। যাত্রাবাড়ীর মৃধাবাড়ী নামক এলাকায় পৌঁছালে একটি লেগুনা পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে সাব্বির গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নিহত সাব্বিরের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত আবদুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।