ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে নিহত দুই ছাত্রলীগ কর্মীর জানাজা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
মৌলভীবাজারে নিহত দুই ছাত্রলীগ কর্মীর জানাজা সম্পন্ন

মৌলভীবাজার: মৌলভীবাজারে অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিহত দুই ছাত্রলীগ কর্মী শাহবাব রহমান ও নাহিদ আলম মাহির জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে তাদের জানাজা সম্পন্ন হয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, কাউন্সিলর আয়াছ আহমদ, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, যুবলীগ নেতা শেখ রুমেল আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি প্রমুখ।

এর আগে, নিহত নাহিদ আলম মাহির জানাজা তার গ্রামের বাড়ি দুর্লভপুরে অনুষ্ঠিত হয়। নিহতদ্বয়ের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।