ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সাভার, ঢাকা: সাভারে এক হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আমিনুল হক (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

শুক্রবার (০৮ ডিসেম্বর) রাতে সাভার পৌর এলাকার জালেশ্বর এলাকায় থেকে আটক করা হয়।

ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জালেশ্বর এলাকায় একটি বাসায় অভিযান চালানো হয়।

এসময় এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আমিনুলকে আটক করা হয়।  

আটকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এএফএম সায়েদ।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।