ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
গৌরনদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ইয়াবাসহ আটক মাদক বিক্রেতা রাসেল

ব‌রিশাল: ব‌রিশালের গৌরনদীতে ইয়াবাসহ মো. রাসেল সরদার (২৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। 

এ সময় তার কাছ থেকে ২৯৫ ‌পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক রাসেল সরদার গৌরনদীর দ‌ক্ষিণ কটকস্থলের মো. নিজাম সরদারের ছেলে।

শনিবার (৯ ডিসেম্বর) র‌্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে গৌরনদী থানাধীন আশোকা‌ঠি ‌ফি‌লিং‌স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ রাসেলকে আটক করা হয়েছে।

র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. সৈয়দুজ্জামান বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলা‌দেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।