ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে নানা কর্মসূচিতে রোকেয়া দিবস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
গাজীপুরে নানা কর্মসূচিতে রোকেয়া দিবস রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরে জেলা প্রশাসক চত্বরে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার মধ্যেদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গাজীপুর জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি পালন উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে রাজবাড়ী সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সভায় জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা মান্নান, গাজীপুর জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ সভাপতি অধ্যাপক এম এ বারী ও অধ্যাপক মুকুল কুমার মল্লিক বক্তব্য রাখেন।

সভা শেষে বেগম রোকেয়ার জীবনী শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।