ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আখেরি মোনাজাতে দেশ ও মানুষের শান্তি কামনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
আখেরি মোনাজাতে দেশ ও মানুষের শান্তি কামনা মোনাজাতে শরিফ হওয়া মুসল্লিরা

কক্সবাজার: দেশ ও দেশের মানুষের শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো কক্সবাজারের তিন দিনব্যাপী জেলা ইজতেমা। 

শনিবার (০৯ ডিসেম্বর) দুপুর ১২টায় আখেরি মোনাজাত পরিচালরনা করেন কাকরাইল মসজিদের আহলে সুরা মওলানা মোশাররফ। মোনাজাতে অংশ নেন প্রায় পাঁচ লাখ মুসল্লি।

 

২৫ মিনিটের আখেরি মোনাজাতে দেশ ও দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশকে একটি ইসলামী খেদমতমূলক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার দোয়া কামনা করা হয়। একই সঙ্গে প্রতিটি মুসলমানদের মধ্যে আল্লাহ-রাসুলের ভালোবাসা ও ইসলামের খেদমত করার মানসিকতা গড়ে দেওয়া। প্রতিটি ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে ইসলামের সুমহান শিক্ষা প্রতিষ্ঠিত করে দেওয়া। প্রতিটি মুসলমানকে আখেরাতের জন্য প্রস্তুত হওয়ার কর্মকাণ্ড করার মানসিকতা তৈরি। সকল প্রকার গোনাহ থেকে মুসলমানদের হেফাজত এবং অতীত জীবনের সকল ধরণের গোনাহ মাফ চেয়ে আল্লাহ কাছে ফরিয়াদ জানানো হয়।  

পাশাপাশি বিশ্বের মুসলিম উম্মাহর নিরাপত্তার জন্যও দোয়া কামনা করা হয়।  

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শহরের জেলে পার্ক মাঠ-সংলগ্ন পশ্চিমের ১৭ একর জায়গাজুড়ে শুরু হয় তিন দিনব্যাপী কক্সবাজার জেলা ইজতেমা। ওই দিন ফজরের নামাজের পর আমবয়ানে শুরু হয় তিন দিনব্যাপী এই ইজতেমা।  

শুক্রবার ইজতেমা মাঠে জুমার নামাজ আদায়ের আয়োজন করা হয়। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্যে ইজতেমার সমাপ্ত ঘোষণা করা হয়। মোনাজাতের পর যোহরের নামাজ আদায় করে ইজতেমা অংশ নেয়া স্থায়ী মুসল্লীরা ইজতেমা স্থল ত্যাগ করেন।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
টিটি/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।