ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বেগম রোকেয়া দিবস পালিত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
লক্ষ্মীপুরে বেগম রোকেয়া দিবস পালিত  মানববন্ধনে জেলা প্রশাসনের এবং মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ‘যে পরিশ্রম আমরা স্বামীর গৃহকার্যে ব্যয় করি, সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসা করিতে পারিব না ?’ এ স্লোগানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে।  

শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনের আয়োজন করে লক্ষ্মীপুর জেলা প্রশাসন এতে সহযোগিতা করেছে মহিলা বিষয়ক অধিদফতর ও জাতীয় মহিলা সংস্থা।

 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক হোমায়রা বেগম, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন, নোয়াখালী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আল মামুন, জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক)  সভাপতি মাহবুব মোহাম্মদ আলী, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও জেলা মহিলা সংস্থার সভাপতি ফরিদা ইয়াসমিন লিকা প্রমুখ।

সভা শেষে জেলার সফল ২৫ জন নারী জয়ীতাদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।