ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সাইকেল র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সাইকেল র‌্যালি

নেত্রকোনা: ‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ স্লোগানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে নেত্রকোনায় সাইকেল র‌্যালি করেছেন কলেজ শিক্ষার্থীরা।

শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে শহরের শহীদ মিনারের সামনের সড়ক থেকে ৬০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে একটি সাইকেল র‌্যালি বের হয়।

এসময় জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান সকলকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং পুলিশ সুপার জয়দেব চৌধুরী সাইকেল র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন।

এতে উপস্থিত ছিলেন, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহীন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ডা. এমএ হামিদ, অধ্যাপক মতীন্দ্র সরকার, অধ্যাপক রোহিদাস দেবনাথ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আমজাদ খান, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহকারী কর্মসূচি পরিচালক মুর্শেদ ইকবাল রীমু প্রমুখ।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে সাইকেল র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে সমিতি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।