ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার: মহেশখালী উপজেলার হোয়ানক কালাগাজির পাড়ায় প্রতিপক্ষের গুলিতে আবু কায়সার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য জোনাব আলীর ছেলে। 

শনিবার (০৯ ডিসেম্বর) ভোরে প্রতিপক্ষ জালাল বাহিনীর সন্ত্রাসীদের গুলিতে আবু কায়সার মারা যান বলে দাবি করেছেন তার পরিবারের।
 
নিহতের বাবা জোনাব আলী বলেন, জালাল বাহিনীর ছৈয়দ মিয়া, রমিজ, খোরশেদ, বক্কর, আবছার, আমিনসহ ৩০/৪০ জন সন্ত্রাসী ভোরের দিকে আমার বাড়িতে অতর্কিত হামলা চালায়।

এসময় তারা আমার ছেলে আবু কায়সারকে লক্ষ্য করে রাইফেলের গুলি ছুঁড়ে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে আহতাবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে মারা যায়।  

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণে জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
টিটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।