ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
রূপগঞ্জে রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেগম রোকেয়া দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ নারী জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় এ সম্মাননা দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন-রূপগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মাদ সফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগম প্রমুখ।

এসময় নাজমা বেগমকে অর্থনৈতিকভাবে সাফল্য আর্জনকারী নারী, শিরিনা আক্তারকে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য আর্জনকারী নারী, লুৎফুন নাহার খানমকে সফল জননী নারী, আম্বিয়া হক ডলিকে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায়, আলম তারাকে নির্যাতিত বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুতে সফল নারী হিসেবে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।