ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ৫ জয়িতাকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জে ৫ জয়িতাকে সম্মাননা

চাঁপাইনবাবগঞ্জ: বেগম রোকেয়া দিবসে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। 

দিনটি উপলক্ষে শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, সাবেক অধ্যক্ষ সুলতানা রাজিয়া, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেটে ইয়াসমিন সুলতানা প্রমুখ।

সভায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জাকিয়া বেগম, নিলুফার চৌধুরী, মাহবুবা বেগম, অনামিকা ঠাকুর শিল্পী ও মরিয়ম আক্তারকে সম্মাননা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসম্বের ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।