ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
সেনবাগে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

শনিবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে উপজেলার সোনাইমুড়ি-কানকিরহাট সড়কের পাকা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট ইউনিয়নের বিজয়নগর গ্রামের মিজান (৩৫), সুজন (৩২) ও রাসেল (৩০)।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, সেনবাগে একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে তারা মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। তারা সোনাইমুড়ি-কানকিরহাট সড়কের পাকা রাস্তার মাথা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুজন ও রাসেল মারা যান। গুরুতর অাহত মিজানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।