ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২৫০ যাত্রীর জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২৫০ যাত্রীর জরিমানা

ঈশ্বরদী (পাবনা): বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২৫০ যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কতৃপক্ষ।

শনিবার (০৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন জয়পুরহাট, সান্তাহার জংশন, নাটোর ও ঈশ্বরদী বাইপাস স্টেশনে অভিযান চালানো হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী বাংলানিউজকে জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন ৪টি স্টেশনের চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ও দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, লালমনিহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্টেনে টিকিট চেকিং অভিযান চালানো হয়।

এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২৫০ যাত্রীর কাছ থেকে ৫৯ হাজার ৭৪০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অসীম কুমার তালুকদার, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খাইরুল ইসলাম, বিভাগীয় সংকেত প্রকৌশলী আবু হেনা মোস্তফা, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুস সোবাহান, টিকিট পরিদর্শক আব্দুল আলিম মিঠু।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।