ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় হাতকড়াসহ আসামির পলায়ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
আখাউড়ায় হাতকড়াসহ আসামির পলায়ন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের ওপর হামলা করে আলামিন মিয়া (৩৫) নামে মাদক মামলার এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।   আলামিন ওই গ্রামের সাঈদ মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক মামলাসহ আটটি মামলা রয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, বিকেলে আলামিনকে ধরতে থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এসময় তাকে গ্রেফতার করা হলে তিনি পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালিয়ে যান। তাকে আবারো গ্রেফতারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।