ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পরিবেশ রক্ষায় বেনাপোলে বাইসাইকেল র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
পরিবেশ রক্ষায় বেনাপোলে বাইসাইকেল র‌্যালি পরিবেশ রক্ষায় বাইসাইকেল র‌্যালি

বেনাপোল (যশোর): ‘গাছ লাগাও পরিবেশ বাচাও’ স্লোগানে খুলনা থেকে বেনাপোল পর্যন্ত বাইসাইকেল র‌্যালি করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (০৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে র‌্যালিটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড প্রদক্ষিণ করে। রোববার (১০ ডিসেম্বর) তাদের তিনদিনের যাত্রা শেষ হবে বলে জানা গেছে।

 

টিম লিডার খুলনা সাইকেলিস্টের উপদেষ্টা গোলাম রব্বানী ভূঁইয়া বাংলানিউজকে বলেন, তাদের এ সংগঠনে ২শ’ এর ঊর্ধ্বে সদস্য রয়েছে। তাদের মধ্যে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী রয়েছেন।

পরিবেশ রক্ষায় মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করাই এ র‌্যালির উদ্দেশ্য। এ ধরনের র‌্যালিতে মানুষ কিছুটা হলেও সচেতন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এজেডএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।