ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবস উপলক্ষে আশুলিয়ায় যৌথ সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
বিজয় দিবস উপলক্ষে আশুলিয়ায় যৌথ সভা সভায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): মহান বিজয় দিবসকে সামনে রেখে আশুলিয়ায় যৌথ সভা করেছে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আশুলিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ  সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জানান, আগামী শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন।

ওই দিন ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবেন।  

এ ছাড়া দিবসটি উপলক্ষে নেতাকর্মীরা মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছেন।  

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দীন, সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সিনিয়র সহ-সভাপতি শাহাব-উদ্দিন মাদবর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খোরশেদ মাদবর আলমগীর, অর্থ বিষয়ক সম্পাদক মাহবুব আলী নাছির, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত হোসেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বকুল হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।