ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাগমারায় ট্রাকচাপায় ব্যবসায়ীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
বাগমারায় ট্রাকচাপায় ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় ট্রাক চাপায় ঈদুল আলী শাহ (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

শনিবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হাটগাঙোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলী শাহ উপজেলার আউচপাড়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের বাসিন্দা।

হাটগাঙোপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, ঘটনার পর পরই ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহত ঈদুল আলী একজন তেল ব্যবসায়ী বলে জানা গেছে। বাইসাইকেলে করে তেল নিয়ে তিনি বিভিন্ন দোকানে সরবরাহ করতেন ।  

সন্ধ্যায় তিনি তেল সরবরাহ করে বাড়ি ফিরছিলেন। এসময় সড়কে বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।