ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক আটক নজরুল

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ইয়াবাসহ শাহ্ মোহাম্মদ নজরুল ইসলাম (৫৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) সদস্যরা।

শনিবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক লে. এম শোভন খান বাংলানিউজকে বিষয়টি জানান।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক বিক্রেতা কিশোরগঞ্জ সদর উপজেলার বাগপাড়া গ্রামের বাসিন্দা।

সিনিয়র সহকারী পরিচালক লে. এম শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ১টি মোবাইল সেট সীমসহ জব্দ করা হয়।

আটকের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।