ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
উত্তরা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৪ তলা ‘নাটোর টাওয়ারে’ লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

শনিবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন একথা জানান।
 
তিনি বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নাটোর টাওয়ারের চারতলার একটি ফুড কোর্টের খাবার তৈরির চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন লাগার পর প্রচণ্ড ধোঁয়া বের হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
 
মাসুদুর রহমান আরও বলেন, আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না। পুরো ভবনজুড়ে মার্কেট হওয়ায় ক্ষতির পরিমাণটা বেশি হতে পারে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

**উত্তরায় মার্কেটে আগুন

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এসজে/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।